সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন
এস এম রকিবুল হাসান নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুরে “পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩” শীর্ষক প্রকল্পের আওতায় দুঃস্হ নারী কর্মীদের মাঝে সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে চেক ও সনদপত্র হস্তান্তর করা হয়।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩” ২০২০ এ শুরু হয়ে ২০২৪ সালের জুলাইয়ে শেষ হয়। এর আওতায় উপজেলার ৮ ইউনিয়নের ১০ জন করে ৮০ জন নারী কর্মীর কাজের সুযোগ তৈরি হয়। নারী কর্মীদের সঞ্চিত অর্থের পরিমাণ ৯১ লক্ষ ৮২ হাজার ৩ শ ৭৩ টাকা।
সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা (এলজিইডি) প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী সাহাদাৎ হোসেন, কামরুজ্জামান, কমিউনিটি ওর্গানাইজার রায়হান কবির রিপন প্রমূখ।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply