সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক তানোর: রাজশাহীর তানোর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাঈদ সাজু ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন সোহেল। শনিবার দিনভর তানোর প্রেসক্লাবে এ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে প্রার্থী ছিলেন দুইজন ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন দুইজন। সভাপতি পদে সাঈদ সাজু (কলম)প্রতিক ও লুৎফর রহমান (চেয়ার) প্রতিক এবং সাধারণ সম্পাদক পদে টিপু সুলতান (মোবাইল) প্রতিক ও দেলোয়ার হোসেন সোহেল (ক্যামেরা) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন। জানা গেছে, তানোর প্রেসক্লাবের মোট ভোটার১২জন। ভোট গ্রহণ ও ভোট গননা শেষে ভোট কাস্ট হয়েছে ১১টি।সভাপতি পদে লুৎফর রহমান চেয়ার প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৫টি ও সাঈদ সাজু কলম প্রতিকে ভোট পেয়েছেন ৬টি। সাধারণ সম্পাদক পদে টিপু সুলতান মোবাইল প্রতিকে ভোট পেয়েছেন ৩টি ও দেলোয়ার হোসেন সোহেল ক্যামেরা প্রতিকে ভোট পেয়েছেন ৮টি। ফলে সভাপতি পদে লুৎফর রহমানের চেয়ে ১ভোট বেশি পেয়ে সভাপতি নির্বাচিত হন সাঈদ সাজু ও সাধারণ সম্পাদক পদে টিপু সুলতানের চেয়ে ৫ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন দেলোয়ার হোসেন সোহেল।তানোর প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জনতার সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক সোহানুল হক পারভেজসহ জনতার সময় পত্রিকার সকল স্টাফ এবং তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি) সকল সদস্যবৃন্দরা।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply