সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক তানোর:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। শারদীয় এ উৎসবে বর্ণিল পোশাক ও সাজসজ্জায় মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা।
দুর্গাপুজোর কিন্তু আর খুব বেশি বাকি নেই! তাই সবারই পুজোর শপিং শুরু হয়ে গিয়েছে বললেই হয়। এখন সবাই চান যে, পুজোয় ট্রেন্ডিং পোশাকেই সাজাবেন নিজেকে। যাতে সবাই তাঁর দিকেই তাকান। পুজোর মণ্ডপে তিনি গিয়ে দাঁড়ালে তাঁকেই যেন সবাই দেখেন। আর তার জন্যই নজর কাড়াতেই রাজশাহীর তানোরের পোশাক জগতের আধুনিক শোরুমটি এবার সব থেকে আধুনিক পোশাক কালেকশন করেছেন।
পূজার ছেলেমেয়েদের ফ্যাশনের পোশাক নিয়ে প্রস্তুত রয়েছে পোশাক বাজার । পোশাক বাজারে পূজার পোশাকে ট্র্যাডিশনাল শাড়ি-পাঞ্জাবির আবেদন আগে যেমন ছিল এখনও তেমনই আছে। তবে ফ্যাশনপ্রেমীরা এখন ট্র্যাডিশনাল শাড়ি-পাঞ্জাবির পাশাপাশি টপস, কুর্তি, ফতুয়া, শার্ট, ওয়েস্টার্ন, ফিউশন সব ধরনের পোশাকই এই শোরুমে রয়েছে। শুধু তাই নয়, একই রকম নকশায় যুগল পোশাক, ফ্যামিলি পোশাক এ শোরুমে পাওয়া যাচ্ছে।
তো আর দেরি না করে নিজেকে গর্জিয়াস করে সাজাতে আজই চলে আসুন তানোরের পোষাক বাজার শোরুমে। ঠিকানা তানোর গোল্লাপাড়া বাজার প্রদীপ সুপার মার্কেট।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply