সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উদপুরে ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে।
নিহতের নাম মাসুদ রানা ট্রলিচালক (৪২) নিহত ব্যক্তি রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার, হড়গ্রাম এলাকার মান্নানের ছেলে। আহতরা হলেন রাকিব (২৩) পিতা নুরুল ইসলাম চাইপাড়া প্রেমতলী গোদাগাড়ী ও সাগর আলি (২২) পিতা জিয়ারুল গ্রাম হাটখোলা গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ।
জানাযায় ৯/৯/২০২৪/ বুধবার ভোর পাঁচটায় ইট বোঝায় একটি টলি রাজশাহীর দিকে আসছিল অপর একটি ট্রাক যাহার নাম্বার ঢাকা মেট্রো ট২২ -৫১২৭ ঢাকা থেকে চাঁপাই এর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল পথে মধ্যে রাজশাহী মহাসড়কের উদপুর নামক স্থানে পৌঁছালে এদুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে প্রেম তলি ফাড়ী পুলিশ ঘটন স্থলে গিয়ে ঘাতক ট্রাকটি আটক করে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রেমতলী ফাড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক , এস এম মাকছুূুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে,
নিহতের ছোট ভাই বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় একটি এজাহের দায়ের করেছে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply