সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ত্রিশালে সিএনজিচালিত অটোরিকশায় পৌরসভার নামে অতিরিক্ত চাঁদা আদায় বন্ধের প্রতিবাদে উপজেলা ঘেরাও করেছে চালকরা।
বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১১টা ২০ থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশা প্রতি ১০ টাকার পরিবর্তে ২০ টাকা চাঁদা দাবির প্রতিবাদে উপজেলা পুড়াবাড়ি সিএনজিচালিত অটোচালকদের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এই ঘেরাও কর্মসূচিতে অবস্থান নেন। পরে স্থানীয় প্রশাসনের কাছ থেকে আশ্বাস পেয়ে বেলা বারটার দিকে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেন।
চালকদের অভিযোগ, উপজেলার পৌর এলাকার পোড়াবাড়ি সিএনজি স্ট্যান্ড থেকে পোড়াবাড়ি- আছিম এলাকাসহ বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। আগে পৌরসভার নামে দিনে প্রতিটি গাড়ি থেকে ১০ টাকা করে চাঁদা আদায় করা হতো। বর্তমান অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর হঠাৎ ক্ষমতার পালাবদলে সিএনজি অটোরিকশা গুলোর শৃঙ্খলা না থাকায় চাঁদার হার বাড়ছে। এক নেতা চাঁদা নেয়-আরেক নেতা হাজির হয়। তাছাড়া পৌরসভার নামেও তুলা হয় চাঁদা।আগে পৌরসভার নামে ১০টাকা চাঁদা নিলেও হঠাৎ চাঁদার পরিমাণ বেড়ে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।বর্তমান সময়ে প্যাসেঞ্জার সংকট থাকায় সিএনজি অটোরিকশা চালকদের রোজগার কম হলেও রাস্তার বিভিন্ন পয়েন্টে চাঁদা দিতে বাদ্য হতে হয়।ফলে সারাদিন গাড়ী চালিয়ে রাতে চাল-ডাল ক্রয় করে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এসব চাঁদার টাকা দিতে না চাইলে চালকদের নানাভাবে হুমকি দেওয়া হয়।
পোড়াবাড়ী স্ট্যান্ডের কয়েকজন সিএনজিচালিত বলেন, প্রতিদিন টাকা না দিলে ওই সড়কে গাড়ি চলতে দেওয়া হয় না। ‘জিনিসপত্রের দাম বেশি, যাত্রী কম হওয়াতে প্রতিদিন মালিককে জমার টাকা দিয়ে চলতে এমনিতেই কষ্ট হচ্ছে। আমরা এ ধরনের চাঁদা থেকে মুক্তি চাই। আমরা এ ধরনের জুলুম থেকে বাঁচতে চাই।’
সিএনজি চালকরা জানান, প্রশাসনের আশ্বাস পেয়ে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেছেন। চাঁদা আদায় বন্ধ না হলে সামনে তাঁরা কঠোর কর্মসূচি পালন করবেন।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply