সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন
আনোয়ার পারভেজ বাবু, স্টাফ রিপোর্টার:
রাজশাহীর তানোরে ১৬ ডিসেম্বর (সোমবার) মহান বিজয় দিবস নানান আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে। এ দিনটি বাঙালি জাতির জীবনে এক গৌরবোজ্জ্বল স্মরণীয় দিন। সুদীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের রক্ত ও দুলক্ষ মা বোনের সম্ব্রমের বিনিময়ে বাঙালি জাতি অর্জন করে তাদের প্রত্যাশিত বিজয়। দিবসের সূচনালগ্নেই প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা করা হয়।
এদিন সকালে শহীদ মিনারে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা। এরআগে পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পন করে ১ মিনিট নিবরতা পালন করা হয়। পরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, তানোর প্রেসক্লাব, রির্পোটার্স ক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা ও বিএনপি এবং এর অঙ্গ সংগঠনসহ অন্যান্য রাজনৈতিকদল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।এসময় উপস্থিত ছিলেন, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব শেখ, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, সদস্য সচিব আব্দুস সবুর ও সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা।
এছাড়াও তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সেক্রেটারী দেলোয়ার হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওবাইদুর রহমান সুজন, সদস্য টিপু সুলতান, তানোর রির্পোটার্স ক্লাবের সভাপতি বকুল মাস্টার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, হামিদুর রহমান, তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি) সভাপতি সোহানুল হক পারভেজ, সাধারণ সম্পাদক এম রায়হান আলী,জাতীয় সাংবাদিক সংস্থার তানোর উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন টুটুল, সাধারণ সম্পাদক সানাউল্লাহ স্বপন ও সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম বাবুসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক, তানোর উপজেলাস্থ বিভিন্ন প্রিন্ট মিডিয়া সংস্থা ও প্রেসক্লাবের সদস্য সহ স্থানীয় সুশীল সমাজের সুধীজন উপস্থিত ছিলেন।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply