বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন

সীমান্তে’১৫০ গজের’মধ্যে কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ নিষেধ

সীমান্তে’১৫০ গজের’মধ্যে কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ নিষেধ

বাবুল হক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের শূন্যরেখার ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। সীমান্তের যে কোনো সমস্যা বিজিবি-বিএসএফের মধ্যে সমন্বিতভাবে সমাধান করা হবে। এছাড়া দুই দেশের কোনো মিডিয়া সীমান্ত সম্পর্কিত অপপ্রচার ছড়াতে পারবে না।

বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, বৈঠকে চারটি সিদ্ধান্ত হয়েছে। এগুলো হলো- সীমান্তের শূন্যরেখার ১৫০ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবেন না, সীমান্তে সংক্রান্ত যে কোনো সমস্যা বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। দুই দেশের মিডিয়া সীমান্ত সম্পর্কিত যে কোনো ধরনের অপপ্রচার কিংবা গুজব ছড়াতে পারবে না, স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান থেকে বিরত থাকতে হবে।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী বিভাগীয় সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ। আর বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ডিআইজি অরুণ কুমার গৌতম মালদা সেক্টর। 

সময় উপস্থিত ছিলেন, ৫৯ বিজিবির লে. কর্নেল গোলাম কিবরিয়া ও বিএসএফের পক্ষে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংসহ অন্যরা।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved

ডিজাইন ও তৈরী করেছেন- হাবিবুর রহমান নীল