শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন

তানোরে বিএনপির নাম ভাঙিয়ে গভীর নলকুপ জবরদখল

তানোরে বিএনপির নাম ভাঙিয়ে গভীর নলকুপ জবরদখল


তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের জেল নম্বর ১৫৮, মৌজা তালন্দ ও দাগ নম্বর ১৩৩৮ তালন্দ মাঠে
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকুপ বিএনপির নাম ভাঙিয়ে জবরদখলের অভিযোগ উঠেছে।এ ঘটনায় স্কীমের কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। ওই গভীর নলকুপ স্কীমে প্রায় দেড়শ’ বিঘা জমি রয়েছে। এসব জমির সিংহভাগ অপারেটর শরিফুল ও তার আত্মীয় স্বজনদের। কিন্ত্ত যারা বিএনপির নাম ভাঙিয়ে অবৈধভাবে নিয়ন্ত্রণ করছে স্কীমে তাদের তেমন কোনো জমি নাই। অবৈধ দখলদারদের প্রতিহত করা না হলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে কৃষকেরা শঙ্কিত। 

এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের জের ধরে শুক্রবার সকালে তালন্দ বাজারে নওফেল আলীর পুত্র মাহাবুব, নাহিদ এবং মিন্টু সন্ত্রাসী  অপারেটর শরিফুলের লোকজনকে মারপিট ও শরিফুলকে হত্যার হুমকি দিয়েছে।

জানা গেছে, চলতি মৌসুমে ওই গভীর নলকুপে অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে তিন জন কৃষক আবেদন করেন। কিন্ত্ত যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষা শেষে শরিফুল ইসলামকে অপারেটর নিয়োগ দেন বিএমডিএ কর্তৃপক্ষ। এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে দীর্ঘ প্রায় ১৫ বছর ওই গভীর নলকুপ নিয়ন্ত্রণ করেছেন ওয়ার্ড যুবলীগের সভাপতি জামাল উদ্দিন।এদিকে শরিফুল নতুন অপারেটর নিয়োগের পর তার পিতা খলিল উদ্দিন বলেন,কমিটির মাধ্যমে ডিপ চলবে তবে যুবলীগ নেতা জামাল উদ্দিনকে কোনো দায়িত্বে রাখা যাবে না।

অথচ অপারেটর বা কৃষকদের না জানিয়ে তালন্দ মহল্লার নফেল ও জহিরুল গোপণে কথিত কমিটি করে গভীর নলকুপ জবরদখল করেছে। এমনকি বৈধ অপারেটর শরিফুল ইসলামকে সরিয়ে দিয়ে অপারেটরের দায়িত্ব নিয়েছে সেই ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জামাল উদ্দিনকে। ফলে বৈধভাবে অপারেটর নিয়োগ নিয়েও গভীর নলকুপে যেতে পারছেন না শরিফুল ইসলাম। এতে সেচ নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়ায় ফসলহানির আশঙ্কায় কৃষকেরা শঙ্কিত হয়ে পড়েছে।
এনিয়ে  স্কীমের কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। এবিষয়ে তারা বিএমডিএর উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে জানতে চাইলে নওফেল ও জহুরুল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে মিথ্যা কথা ছড়ানো হচ্ছে।

এবিষয়ে জানতে চাইলে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved

ডিজাইন ও তৈরী করেছেন- হাবিবুর রহমান নীল