সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৯ অপরাহ্ন
প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগন, আসসালামু আলাইকুম।
আপনারা অবগত আছেন দেশের এই ক্রান্তিলগ্নে দুই দিকে মোটামুটি দুই পক্ষ। মাঝে সাংবাদিকদের অবস্থান৷ আর এরই মাঝে সুযোগ নিয়ে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও মামলার প্রবনতা বাড়ছে।
এমতাবস্থায় আপনাদের/ আমাদের যা করনীয় বলে আমি মনে করিঃ
১. যে কোনো তথ্যের সূত্র নিশ্চিত হওয়া।
২. গুজব (ফ্যাক্ট চেক) / গুজব হতে দূরে থাকা।
৩. যে কোনো সংঘাতপূর্ণ পরিস্থিতিতে একতাবদ্ধ থাকা৷
৪. সকল গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখা৷
৫. নেট এর বিকল্প, এসএমএস ও ফোন কলে যোগাযোগ বজায় রাখতে হবে৷
৬. নিজ নিজ প্রতিষ্ঠানকে অবগত করে সংবাদ সংগ্রহ করতে যাওয়া৷
৭. সবসময় নিজের আইডি কার্ড নিয়ে বের হবেন।
৮. কোনো খারাপ পরিস্থিতির মধ্যে পড়লে নিরাপদ দূরত্ব হতে সংবাদ সংগ্রহ করতে হবে।
৯. বেশি আপাদকালীন মুহুর্ত আসলে সকল সহকর্মী / আশপাশে থাকা অন্য সংকর্মীকে অবগত করবেন।
১০. সর্বপরি একতাবদ্ধের বিকল্প নেই৷
গত কয়দিনে দেশের এমন পরিস্থিতিতে আমরা আমাদের বেশ কয়েকজনকে হারিয়েছি৷ নিহতের তালিকায় ৪জনের নাম যুক্ত হয়েছে৷ অনেকে আহত হয়েছে। নিহত সাংবাদিকদের জন্য আমরা শোকাহত।
সর্বোপরি, গণমাধ্যমকর্মীদের আপন একমাত্র গনমাধ্যমকর্মীই৷ সকল সাংবাদিক সংগঠন এক হোক৷ এক হোক সকল সহকর্মী। এই প্রত্যাশা করি। ধন্যবাদ, ভালো থাকবেন। নিরাপদে থাকবেন।
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাংবাদিকতা নামক মহান পেশার জয় হোক৷
ধন্যবাদান্তে:
মোহা:সোহানুল হক পারভেজ
সম্পাদক ও প্রকাশক
জনতার সময়
-জনতার পক্ষে সংবাদ সারাক্ষণ –
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply