সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন

নিউজ হেডলাইন:
তানোরে কৃষকের ১০ বিঘা জমির খড়ের পালায় আগুন পুড়ে ছাই তানোরে নীতিমালা লঙ্ঘন করে গভীর নলকুপ অপারেটরের আবেদন মোহনপুরে বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিতসভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহাবুব নির্বাচিত রাজশাহীতে বাসচাপায় প্রাণ হারালেন একই পরিবারের ৩ জন রাজশাহী জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিতসভাপতি আসাদ-সম্পাদক আখতার চলনবিল অধ্যুষিত উল্লাপাড়ায় সরিষা ফুল থেকে মধু সংগ্রহের ধুম পবায় অনুদানের নামে ইট ভাটায় চাঁদাবাজি তানোরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত তানোরে দ্বিতীয় স্ত্রীর প্রতারণায় প্রথম স্ত্রী নিঃস্ব তানোরে জনপ্রিয় নেতা মিজানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে উপজেলা বিএনপির সাংবাদিক সম্মেলন
তানোরে মুন্ডুমালা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

তানোরে মুন্ডুমালা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 


নিজস্ব প্রতিবেদক তানোর:

রাজশাহীর তানোর মুন্ডুমালা পৌর বিএনপি’র ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।শুক্রবার(০৬ সেপ্টেম্বর)বিকালে মুন্ডুমালা হাট শেডে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক আযাহার আলী মাষ্টারের সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপস্থিত ছিলেন তানোর উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী,চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন,তানোর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল মালেক।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌর সাবেক মেয়র ফিরোজ সরকার,সদস্য সচিব তানোর উপজেলা যুব দলের শরিক মুনশী,গোলাম মর্তুজা,খলিলুর রহমান,রায়হান,শাহিনুর রহমান ডায়মন্ড, মোতালেবসহ পৌরসভার প্রতিটি ওয়ার্ড বিএনপির সভাপতি,সাধারন সম্পাদক সহ পৌরসভা যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান,তার ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা সহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।উল্লেখ্য,১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদীদের’যূথবদ্ধ শক্তিমঞ্চ’হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।বিচারপতি আবদুস সাত্তারের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল-জাগদল বিলুপ্ত করে বিএনপির যাত্রা শুরু হয়।১৯৭৮সালের ১সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের চেয়ারম্যান হন।১৯৮১সালের ৩০মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনাসদস্যের হাতে নিহত হন তিনি।তার মৃত্যুর পর কিছুদিন বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বিচারপতি আবদুস সাত্তার।এরপর খালেদা জিয়া দলের দায়িত্বে আসেন ১৯৮৩সালে।বিএনপির ৪৬ বছরের ইতিহাসে ৪১বছর ধরে দলের একটানা সাংগঠনিক নেতৃত্ব দিয়ে যাচ্ছেন খালেদা জিয়া।সভায় বক্তারা বলেন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দলের হাই কমাণ্ডের নির্দেশনা অনুযায়ী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন বাতিল করে সীমিতভাবে আজকের এই কর্মসূচি পালন করছি।আমরা আজ এই অনুষ্ঠানের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা সহ তারেক রহমানের বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনার আহবান জানানোর পাশাপাশি এই মুহুর্ত থেকে নিজেরা কাঁধে কাঁধ মিলিয়ে দলকে গোছানোর মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসা নিশ্চিত করতে পারলে প্রকৃত বিজয় সু-নিশ্চিত হবে।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved

ডিজাইন ও তৈরী করেছেন- হাবিবুর রহমান নীল