সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন
“প্রকাশিত সংবাদের প্রতিবাদ “
আমি মোঃ আব্দুল আলিম সরদার পিতা মৃত মকসেদ আলী সরদার সাং বারঘরিয়া পোস্ট হাতিশাইল থানা তানোর জেলা রাজশাহী এই মর্মে আমার বিরুদ্ধে প্রকাশিত গত ২২ সেপ্টেবর ২০২৪ তারিখে বিভিন্ন পত্রিকায় আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ করিতেছি যে আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ এর শিরোনামে যদিও শুধুমাত্র আঃ আলিমের বিরুদ্ধে মানববন্ধনে কথা বলা হয়েছে তথাপি শিরোনামের সঙ্গে ভেতরের বর্ণনার কোন মিল নেই । কতিপয় কুচক্রী ব্যক্তি অত্যন্ত সুকৌশলে ফায়দা হাসিলের জন্য লোভের বশবর্তী হইয়া আমাকে হেনস্থ করার জন্য আমার বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ করেছেন যাহা আমার জন্য অত্যন্ত মানহানিকার এবং উদ্দেশ্য প্রণোদিত প্রকৃতি পক্ষে আমি জমি জালিয়াতির সঙ্গে জড়িত নয়। আমার বিরুদ্ধে যারা সংবাদ প্রকাশিত করিয়াছে তাহারা অত্যন্ত লোভের বশবর্তী হইয়া অন্যের সম্পত্তি অন্যের সম্পত্তি গ্রাস করিবার জন্য সদর সাব রেজিস্ট্রি অফিসের ১৫৫৪/ নম্বর তারিখ: 16/01/1980 সালে তৈরি করিয়াছে। উক্ত দলিলখানা যে ভোয়া এবং জাল জালিয়াতির মাধ্যমে সৃষ্টি করা হয়েছে তাহা সদর সাব রেজিস্ট্রি অফিসের ভলিউম অনুসন্ধান করলেই তাহা খালি চোখে বোঝা যায়। আমি আঃ আলিম সরদার সম্পত্তির মূল মালিকের নিকট হইতে পবা সাব-রেজিস্ট্রার অফিসে 10387/31/08/2023 নং রেজিস্ট্রিকৃত অপ্রত্যাহারযোগ্য আমমোক্তার নামা দলিল মূলে মূল মালিকের নিকট হতে প্রাপ্ত হয়ে আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল থেকে আদালতের দ্বারস্থ হইয়াছি। যাহা বর্তমানে পবা সরকারি কমিশন ভূমি আদালতে বিচারাধীন রয়েছে। ইতিমধ্যে সংবাদপত্রে উল্লেখিত বিজ্ঞ আইনজীবী আতিকুজ্জামান পরাগ বাদী হয়ে আমার আমমোক্তার নামা দলিল বাতিলের জন্য বিজ্ঞ সিভিল আদালতে একটি মোকদ্দমা দায়ের করিয়াছেন যাহা রাজশাহী উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। উক্ত মামলায় বিচার শেষে আমি যদি জালিয়াতি করে থাকি ভোটার আইডি কার্ড নকল করে থাকি তাহলে বিজ্ঞ আদালত উক্ত মামলায় সিদ্ধান্ত গ্রহণ করিবেন। কিন্তু উচ্চ আদালতে বিচারাধীন থাকার পরেও সেই বিষয়ে বিভিন্ন পাড়ায়, গ্রামে, বিভিন্ন নিম্ন অফিসে বারবার মিথ্যা ঘটনার অবতারণা করা আইনশৃঙ্খলার বিগ্ন ঘটানো আদালত অবমাননা করাসহ আমার জন্য অত্যন্ত মানহানিকর। আমি তার তিব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী: মো: আব্দুল আলিম সরদার
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply