সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক তানোর : রাজশাহীর তানোরে কুঁচিয়া মাছ মারতে এসে আদবাসী কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন থানার এসআই মিজান। মৃত্যু বরনকারী ব্যক্তি অর্জন মাড্ডি(৫৫), তার বাড়ি কলমা ইউনিয়ন ইউপির চন্দনকোঠা আদিবাসী পাড়ায়, সে অমৃত মাড্ডির পুত্র।মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির ধানোরা মাঠে ছোট কুড়ি সংলগ্ন জায়গায় ঘটে ঘটনাটি। এঘটনায় মমলা মুরমু নামের আরেক কৃষক আহত হন। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাড়িতে আছেন। মৃত্যুর খবরে পরিবারসহ পাড়ায় শোক নেমে এসেছে।
এসআই মিজান বলেন, উপজেলার কলমা ইউনিয়ন ইউপির চন্দনকোঠা নিজ গ্রাম থেকে কুঁচিয়া মাছ মারার জন্য ধানোরা গ্রামের মাঠে ছোট কুড়ির কাছে আসেন অর্জুন মাড্ডি ও মমলা মুরমু। এসময় বজ্রপাত ঘটলে অর্জুনের শরীর ঝলসে যায় এবং কান দিয়ে রক্ত বের হয়। সে ঘটনাস্থলেই মারা যান। অপর জন সামান্য আহত হয়। সে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ আছে। এপ্রতিবেদন লিখা পর্যন্ত থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এসআই মিজান।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply