রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :- উচ্চ আদালতের নির্দেশে স্থানীয় প্রশাসন বন্ধ করার পরও চলছিল অবৈধ ভাবে ইট তৈরির কাজ। উপজেলা প্রশাসন ৩ দফায় জরিমানা করলেও ইট তৈরীর কাজ বন্ধ করেনি ভাটা মালিকেরা। তার প্রেক্ষিতে ৩ টি ভাটাতে পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় গুড়িয়ে দেওয়া হয়েছে। চুল্লিতে পানিদিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এসময় কাচা ইট পানিতে ভিজিয়ে দেওয়া হয়।
১৬ জানুয়ারী দুপুরে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আইরিন আকতার ও পরিবেশ অধিদপ্তর খাগড়াছড়ি জেলার যৌথ অভিযানে ৩ টি ইটভাটা গুড়িয়ে দেন।
এমময় উপস্হিত ছিলেণ হাসান আহমেদ পরিবেশ অধিদপ্তরের সহকারি কর্মকর্তা অফিস সহকারি
অবাইদুল ইসলাম সিফাত জালিয়াপাড়া বন রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার ও গুইমারা থানা পুলিশের সদস্যবৃন্দ।
উল্লেখ্য সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করেই বনের মাঝে, লোকালয়ের পাশেই গড়ে তোলা হয়েছে পরিবেশ বিপর্যয়কারী এসব ভাটা। ভাটায় ব্যবহার করা হচ্ছিল পাহাড় ও কৃষি জমির উর্বর মাটি ও জ্বালানি কাঠ।
পাহড়ী এলাকায় এসব অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের আইনজীবী এডভোকেট মন্জিল মোর্শেদ রিট দায়ের করার ফলে খাগড়াছড়ি জেলার ২৫ টি ইটভাটা বন্ধের নির্দেশ দেন উচ্চ আদালত।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply