শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

ভেড়ামারায় লালন শাহ সেতুর ওপর দুর্ঘটনার ট্রাকের হেলপার নিহত আহত ৩

ভেড়ামারায় লালন শাহ সেতুর ওপর দুর্ঘটনার ট্রাকের হেলপার নিহত আহত ৩

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারায় লালন শাহ সেতুর মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন।

এ ঘটনায় তিনজন আহত হয়েছে। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার লালন শাহ সেতুতে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ইলিয়াস হোসেন (২২)। সে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা ও দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের সহকারী(হেলপার) ছিলেন। ভেড়ামারা থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ তুহিন হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত ২ জনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হলেন, চালক নাহিদ (৩১),হেলপার রাজু(২৫) চালক রবিউল(৩৩)।

এস আই তুহিন হোসেন বলেন, ভোরে লালন শাহ সেতুর মাঝখানে একটি ট্রাক বিকল হয়ে যায়। কয়েকজন মিস্ত্রি ট্রাকটির মেরামতের কাজ করছিলেন। হঠাৎ ঈশ্বরদী থেকে ভেড়ামারা গামী একটি ট্রাক এসে বিকল ট্রাকের পেছনে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়।

ময়নাতদন্তের জন্য তাঁর লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved

ডিজাইন ও তৈরী করেছেন- হাবিবুর রহমান নীল