সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোটার:
রংপুর জেলার গংগাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়া আহমাদিয়া দাখিল মাদ্রাসা নির্দিষ্ট সময়ের আগে মাদ্রাসা বন্ধ করে চলে গেলেন শিক্ষকেরা ।গতকাল রবিবার (৭জুলাই) দুপুর ১টা ১৫মিনিটে মাদ্রাসায় সরেজমিনে দেখা যায়, কচুয়া আহমাদীয়া মাদ্রাসায় কোনো শিক্ষক ও শিক্ষার্থী উপস্হিত নেই। মাদ্রাসার পাঠদান ও অফিস কক্ষ তালাবদ্ধ করে চলে গেছেন নির্দিষ্ট সময়ের আগে শিক্ষকেরা।
মাদ্রাসায় গিয়ে দেখা পাওয়া যায় নি কোনো শিক্ষক ও শিক্ষার্থীর। শ্রেণী কক্ষে ঝুলছে তালা। মাদ্রাসার শিক্ষক ও সহকারী শিক্ষক সহ সবার থাকার কথা থাকলেও ছিলনা কেউ। নির্ধারিত সময়ের আগে মাদ্রাসা ছুটি দিয়ে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত, মাদ্রাসার শিক্ষার পরিবেশ নষ্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী। এলাকায় বসবাসকারী নুরুজ্জামান এর বক্তব্য :মাদ্রাসাটি বন্ধ বন্ধ ভাব দেখলাম,মাঝেমধ্যে এরকম করে।
সুপার সাইফুল ইসলাম বলেন,আমি ব্যক্তিগত কাজে রংপুরে এসেছি, তবে শুনেছি সবাই তিস্তা নদীর পানি দেখতে গেছে।
এ বিষয়ে সভাপতি হায়দার আলীর সাথে কথা বললে তিনি বলেন,আমি সুপারকে রংপুরে ডেকেছি আগামীকাল আমাদের কমিটির বিষয়ে মামলার হাজিরা আছে। সেজন্য আমরা রংপুরে এসেছি। আমি সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলার পরে বলতে পারব।মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন বলেন :বিষয়টি আপনার মাধ্যমে অবগত হলাম তদন্ত সাপেক্ষে ব্যাবস্হা গ্রহণ করব।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply