সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন
আসাদুল্লাহ সনি চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নামোশংরবাটী কলেজে এইচএসসি ২০২৪ সালের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে উল্লেখ্য কলেজ হলরুমে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অত্র কলেজের পরিচালনা পরিষদের সভাপতি কৃষিবিদ রবিউল আলম।
অত্র কলেজের অধ্যক্ষ আব্দুল জলিলের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র মোখলেসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকন-উজ্জামান সহ ডায়াবেটিক সমিতির পরিচালক দুররুল হুদা। এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক বৃন্দ, শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর নামোশংরবাটী কলেজে থেকে এইচএসসি পরীক্ষায় ২০২ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবেন। আলোচনা সভা শেষে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া ও সকল শিক্ষার্থীর মাঝে গাছ বিতরণ করা হয়।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply