শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

বাংলাদেশ ডাকবিভাগের ৫১ কোটি টাকা লোপাট! প্রতিমন্ত্রী পলক

বাংলাদেশ ডাকবিভাগের ৫১ কোটি টাকা লোপাট! প্রতিমন্ত্রী পলক

ডেস্ক রির্পোট :
বাংলাদেশ ডাক বিভাগের ৫১ কোটি টাকা লোপাটের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি দেওয়া হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই চিঠি দিয়েছেন।

বুধবার (২৬ জুন) রাজধানীর গুলশানে একটি হোটেলে তিনি এসব কথা জানান।

এসময় তিনি বলেন, রাজশাহীর তানোর উপজেলার পারুল বেগমের দুই লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। এ রকম ১১টি অনিয়মের সত্যতা পাওয়া গেছে। এসব কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে চিঠি দেয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, রাজশাহীর তানোরের পারুল বেগমের সঞ্চয়পত্রের দুই লাখ টাকা, ডাক বিভাগের গ্রাহকের অর্থ এবং ডাকের নিজস্ব তহবিল থেকে ৫১ কোটি টাকা লোপাট করেছে ডাক বিভাগের কর্মীরা।

জানা গেছে, তদন্তে উঠে এসেছে রাজশাহীর তানোরে পারুল বেগমসহ ৫১ জনের কাছ থেকে ১ কোটি ৮৪ লাখ টাকা আত্মসাৎ করেছে তানোরের পোস্টমাস্টার মোকসেদ আলম।

এছাড়া চট্টগ্রাম জিপিওতে ২৯ কোটি টাকা, বরিশাল মেডিকেল কলেজ পোস্ট অফিসে ২ কোটি, নোয়াখালী পোস্ট অফিসে সাড়ে ৯ কোটি টাকা, যশোর পোস্ট অফিসে ১ কোটি ৮৪ লাখ, পটুয়াখালী পোস্ট অফিসে ২ কোটি, শ্যামপুর পোস্ট অফিসে ৭৩ লাখ, দিনাজপুর পোস্ট অফিসে সঞ্চয়পত্রের ১২ লাখ টাকা আত্মসাতের ঘটনা রয়েছে। 

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved

ডিজাইন ও তৈরী করেছেন- হাবিবুর রহমান নীল