সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬ অপরাহ্ন
মোঃ মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
নদীর দখল-দূষন রোধ, সকল বাঁধ অপসারণ এবং অবাধ প্রবাহ নিশ্চিতকরণের দাবীতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলার আয়োজনে বিশ্ব নদী দিবস উপলক্ষে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলার সভাপতি জামাত খান, সহ-সভাপতি সেলিনা বেগম, আফরোজ আক্তার লিপি, যুগ্ন সম্পাদক মিজানুর রহমান মিজান, ক্রিয়া সম্পাদক নমান নবী রনী, কেন্দ্রীয় সদস্য আফজাল হোসেন, গ্রীন ভয়েসের বিভাগীয় সহ-সমন্বয়ক আব্দুর রহিম বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, নদী-নালা খাল-বিল গুলো ভরাট, নদীর দু’পাশ দখল ও ভরাটসহ বিভিন্ন কার্যক্রমের ফলে এই নদী এখন বিপর্যয়ের মধ্যে পড়েছে। নদীর অবাধ প্রবাহ নিশ্চিত করতে নদীর দখল-দূষণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন। সেক্ষেত্রে প্রয়োজনে দখলকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করে প্রশাসনিক ভাবে সেই সকল দখলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উচ্ছেদের দাবি জানান। সেই সাথে সবাইকে নদী রক্ষায় এগিয়ে আসবার আহ্বান জানান।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply