সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
রাজশাহীর দামকুড়া হাটে বিএনপির দলীয় অফিস পোড়ানোর মামলায় ইব্রাহিম আলী (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইব্রাহিম আলী রাজশাহীর পবা উপজেলার দামকুড়া থানার বিন্দারামপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। ইব্রাহিম তার এলাকার একটি ওয়ার্ড আওয়ামী লীগের নেতা।
আরএমপির দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ২০১৮ সালের সংসদ নির্বাচনের সময় ইব্রাহিমসহ সহযোগীরা দামকুড়া হাটে থাকা বিএনপির একটি অফিসে ককটেল ফাটিয়ে বিস্ফোরণ ঘটায়। পরে বিএনপি অফিসটি পুড়িয়ে দেওয়া হয়। গত ২৮ আগষ্ট বিএনপি অফিস পোড়ানোর ঘটনায় থানায় একটি মামলা হয়।
এই মামলার এজাহার নামীয় আসামি ইব্রাহিম। বৃহস্পতিবার বিকালে পুলিশ ইব্রাহিমকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার সকালে ইব্রাহিমকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply