সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন
ডেস্ক রির্পোট :
সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। এরই মধ্যে রোবাবার (২৮ এপ্রিল) থেকে খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে, চলমান তাপপ্রবাহের কারণে দেশের ৫টি জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার (২৯ এপ্রিল) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (২৮ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
বার্তায় জানানো হয়, সারাদেশে চলমান তাপপ্রবাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আবহাওয়া অধিদপ্তরের সাথে পরামর্শক্রমে ঢাকা, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান (২৯ এপ্রিল) বন্ধ থাকবে।
তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রতিত সেসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ চাইলে তাদের স্কুল-কলেজ-মাদরাসা খোলা রাখতে পারবেন।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply